News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৭, ১২ ডিসেম্বর ২০২৪

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৩টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা দেওয়া হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে কুয়াশার কারণে এ নৌরুটগুলোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ৩টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থে‌কে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহউদ্দিন বলেন, বুধবার (১১ ডিসেম্বর) মধ্যরাত থেকেই কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ২টার পর থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে রাত ৩টার দিকে নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এ রু‌টে ছোট বড় মি‌লে মোট ১২টি ফে‌রি চলাচল কর‌ছে। 

কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

এদিকে ফেরি চলাচল বন্ধের কারণে পদ্মার দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ফেরি পারাপারে অপেক্ষায় রয়েছে কয়েক হাজার যাত্রীবাহী পরিবহন। এতে দুর্ভোগে পড়েছে হাজার মানুষ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়