সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের ৩১ নেতাকর্মীর নামে মামলা
ছবি: নিউজবাংলাদেশ
টাঙ্গাইলের সখীপুরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ ৩১ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ ডিসেম্বর) পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে কৃষক শ্রমিক জনতা লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য নাঈম শিকদার গুরুতর আহত হন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে আহত ছাত্রদলের নেতা নাঈম সিকদার বাদী হয়ে সখীপুর থানায় মামলাটি দায়ের করেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, সোমবারের মারামারির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় দলটির সভাপতি কাদের সিদ্দিকী (বীর উত্তম) আওয়ামী লীগের অপকর্মের সঙ্গে তুলনা করে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেন। এই বক্তব্যের প্রতিবাদে একই দিন রাত সাড়ে দশটার দিকে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ মিছিল শেষে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
এর জেরে সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে বিএনপির অশালীন বক্তব্যের প্রতিবাদে স্থানীয় তালতলা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় কৃষক শ্রমিক জনতা লীগ। কিন্তু সকাল থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা ওই চত্বরটি দখলে নেন।
বেলা ১১টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা তালতলা চত্বরের দিকে মিছিল নিয়ে আসার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দিলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বাধা দেন। এ সময় দুপক্ষের মধ্যে ইটপাটকেল, লাঠি নিক্ষেপ ও হাতাহাতিতে নাঈম শিকদার নামের এক ছাত্রদল কর্মীসহ দুই গ্রুপের ৮-১০ জন আহত হয়।
দুই দলের সমাবেশকে কেন্দ্র করে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওইদিন শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সেনা টহল জোরদার করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি