News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৭, ৬ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১২:৫২, ৬ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে বাস ও ট্রাক: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার যদুপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের চালকসহ ৩ জন নিহত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঠাকুরগাঁও-দশমাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 গণমাধ্যমকে সত্যতা নিশ্চিত করেছেন দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

তিনি বলেন, আজ (শুক্রবার) আনুমানিক সকালে সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক এবং একজন বাসযাত্রী মারা যান। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আমাদের উদ্ধারকাজ চলছে।

ওসি ওমর ফারুক আরও বলেন,  নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে। 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়