News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৩, ৪ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১০:৫৪, ৪ ডিসেম্বর ২০২৪

আবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

ছবি: সংগৃহীত

শীতের রাজধানী খ্যাত পঞ্চগড়ে সর্বনিম্ন ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গতকাল মঙ্গলবার তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। 

বুধবার (৪ ডিসেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা  ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। 

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি।

এদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও সকালে দ্রুতই কুয়াশার আড়ালে সূর্যের দেখা মিলছে। ফলে সকালে শীত অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়