১০ ডিগ্রির ঘরে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
ছবি: সংগৃহীত
শীতের জেলা নামে খ্যাত পঞ্চগড়ে ক্রমশ হ্রাস পাচ্ছে তাপমাত্রা। বর্তমানে তাপমাত্রার পারদ ১৩ ডিগ্রি থেকে লাফিয়ে ১০ ডিগ্রির ঘরে এসে নেমেছে।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েকদিন থেকে তেঁতুলিয়ায় তাপমাত্রা উঠানামা করছে। মূলত এ এলাকা থেকে হিমালয়ের অনেক কাছাকাছি অবস্থান। তাই যখনই হিমেল হওয়া এ জেলার ওপর দিয়ে বয়ে যায় তখনই তাপমাত্রা হ্রাস পায়। তবে আগামী সপ্তাহে তাপমাত্রার আরো হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, শীতকে কেন্দ্র ঘিরে জমে উঠতে শুরু করেছে বিভিন্ন হাট বাজার ও ফুটপাতে পিঠাপুলির দোকান। ধীরে ধীরে গড়ে উঠছে অস্থায়ী গরম কাপড়ের দোকানগুলোও। দিনের বেলা ঝকঝকে রোদ থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কিছুটা শীত অনুভূত হচ্ছে। রাত যতই গভীর হয় শীতের তীব্রতাও বৃদ্ধি পায়।
নিউজবাংলাদেশ.কম/এসবি