News Bangladesh

কক্সবাজার সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১০, ১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৭:২৯, ১ ডিসেম্বর ২০২৪

রামুতে যুবককে কুপিয়ে হত্যা

রামুতে যুবককে কুপিয়ে হত্যা

ফাইল ফটো

কক্সবাজারের রামুতে শাহাবুদ্দীন মিয়া (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া এলাকায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।

নিহত শাহাবুদ্দীন কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের এমদাদ মিয়া প্রকাশ টুক্কুর ছেলে।

ওসি জানান, স্থানীয় ওবাইদুল হক আকবর ও শাহাবুদ্দীনের মধ্যে আর্থিক লেনদেন ছিল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাবুদ্দীনকে কুপিয়ে আহত করে ওবাইদুলসহ কয়েকজন।

তিনি জানান, শাহাবুদ্দীনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়