News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৭, ২৯ নভেম্বর ২০২৪
আপডেট: ১৮:০০, ২৯ নভেম্বর ২০২৪

মোহাম্মদপুরে ‘কবজি কাটা গ্রুপ’র বিল্লাল গ্রেফতার

মোহাম্মদপুরে ‘কবজি কাটা গ্রুপ’র বিল্লাল গ্রেফতার

মোহাম্মদপুরের ‘কবজি কাটা গ্রুপ’র বিল্লাল। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানায় বিল্লাল গাজী হত্যা মামলার অন্যতম আসামি ও ‘কবজিকাটা গ্রুপ’র অন্যতম সহযোগী মো. বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল ওরফে অগ্নি বিল্লালকে (২৮) গ্রেফতার  করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার পর আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার  করা হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাজধানীর শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হত্যা মামলার আসামি ও কবজিকাটা গ্রুপের অন্যতম সহযোগী মো. বিল্লালকে গ্রেফতার করা হয়।  

শিহাব করিম বলেন, নিহত বিল্লাল গাজী সাভার থানার একটি হাউজিং কোম্পানির কর্মী। গত ১ অক্টোবর রাতে বিল্লাল গাজী কাজ শেষে তার অফিসের লোকজনের সঙ্গে ফিরছিলেন। মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকায় মো. বিল্লালসহ কবজিকাটা গ্রুপের ২০ থেকে ২৫ সদস্য পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে বিল্লাল গাজীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা বিল্লাল গাজীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের গাজীর মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় ২২ জন আসামির নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

গ্রেফতার আসামিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় র‍্যাব।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়