বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন এক পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই সড়কে দুর্ভোগে পড়েছেন চলাচলকারী চালক ও যাত্রীরা।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মাহমুদ জিন্স কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ শুরু করেন বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ।
শ্রমিকরা জানান, বেতন-বার্ষিক পরীক্ষার ফি দিতে না পারায় অনেক শ্রমিকের স্কুল-কলেজ পড়ুয়া সন্তান পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন এক পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই সড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মাহমুদ জিন্স কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ শুরু করেন বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ।
শ্রমিকেরা জানান, কারখানা কর্তৃপক্ষ বেতন-বকেয়া পাওনাদি পরিশোধের আশ্বাস দিয়ে প্রায় দুই মাস ধরে শ্রমিকদের সাথে প্রতারণা করে আসছে। তাই তিন মাসের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে তারা মহাসড়কে নামতে বাধ্য হয়েছেন।
শিক্ষা প্রতিষ্ঠানের বেতন বার্ষিক পরীক্ষার ফি দিতে না পারায় অনেক শ্রমিকের স্কুল-কলেজ পড়ুয়া সন্তান পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি বলেও জানান তারা। এতে ওইসব শিক্ষার্থীদের জীবনে একটি বছর পেছনে পড়তে হয়েছে।
নাওজোড় হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন জানান, চন্দ্রা এলাকায় একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখার কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি