News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৭, ২৭ নভেম্বর ২০২৪
আপডেট: ১১:০৯, ২৭ নভেম্বর ২০২৪

নিহত আইনজীবী আলিফের পরিবারে শোকের মাতম

নিহত আইনজীবী আলিফের পরিবারে শোকের মাতম

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারে চলছে শোকের মাতম।

জানা গেছে, চট্টগ্রামে পুলিশের সাথে সংঘর্ষের সময় সনাতনীদের হামলায় নিহত ৩২ বছর বয়সী সাইফুল ইসলাম আলিফ, আইনজীবী হিসেবে পার করেছেন ৫ বছর। ৩ বছর বয়সী কন্যা সন্তান আছে, তার স্ত্রী সন্তান সম্ভবা।

নিহত আলিফের বড় বোন জান্নাত আরা বেগম বলেন, 'আমাদের সবার প্রিয় ছিলো আলিফ। ছোটবেলা থেকে সবার জন্য ভালো করাই ওর (আলিফ) অভ্যাস ছিলো।'

আদরের ছোট ছেলে আলিফের মৃত্যুর খবর পেয়ে গ্রাম থেকে হাসপাতালে ছুটে আসেন হতভাগ্য বাবা। তার বুকফাটা আর্তনাদ অশ্রুসিক্ত করে সবাইকে।

উল্লেখ্য, নিহত সাইফুল ইসলাম আলিফ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) থেকে ২০১৭ সালে এলএলবি ও পরের বছর এলএলএম পাশ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়