মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
ফাইল ছবি
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সোমবার (২৫ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিন ৯টার দিকে এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী মো. আনিসুর রহমান।
আনিসুর রহমান বলেন, 'শ্রীমঙ্গলে সোমবার ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন। আগামী কয়েক দিনের মধ্যে এখানে তাপমাত্রা আরও কমতে পারে।'
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শ্রীমঙ্গলে শীত অনুভূত হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী রমজান আলী বলেন, 'শ্রীমঙ্গলে দুপুর ও সন্ধ্যায় প্রচুর কুয়াশা পড়ে। এ সময় তীব্র শীত অনুভূত হয়। দুপুরে রোদ উঠার পরে একটু গরম লাগে।'