মামলা করতে এসে গ্রেফতার সাবেক এমপি শাহজাহান ওমর
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের গাড়িতে হামলা, ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে তার গাড়িটির ব্যাপক ক্ষতি হলে তিনি অক্ষত রয়েছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিংড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গাড়ি নিয়ে রাজাপুর থানায় ঢোকেন তিনি।
খবর পেয়ে রাজাপুরের বিএনপি নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে শাহজাহান ওমরের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।
ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, আমি সাংগর গ্রামের বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য আসার পথে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করে ব্যবহারের অনুপযোগী করেছে। আমাকেও আহত করেছে। ইচ্ছা ছিল বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্টে স্বশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার। কিন্তু এখন তো আমার গাড়ি নাই, কিভাবে সেখানে যাব। আমি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজাপুর থানায় আসছিলাম মামলা দিতে। পুলিশ বলছে আমাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমার নামে মামলা আছে তা আমি জানতাম না।
এর আগে বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় তার বাসভবন মেহজাবিনে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে বাসভবনের তিনটি গ্লাস ভেঙে যায়। খবর পেয়ে আজ (বৃহস্পতিবার) সকালে বরিশালের বাসা থেকে শাহজাহান ওমর তার গাড়ি নিয়ে রাজাপুরের বাসার উদ্দেশে রওনা হন।
পিংড়ি এলাকায় এলে তার গাড়িতে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় শাহজাহান ওমর গাড়ি থেকে বের হয়ে নিরাপদে সরে যান। পরে তিনি গাড়ি নিয়ে রাজাপুর থানায় অভিযোগ করেত গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। পুলিশ থানার প্রধান ফটক আটকে দিয়ে শাহজাহান ওমরকে ভেতরে বসিয়ে রাখে।
এদিকে শাহজাহান ওমরকে গ্রেফতার ও বিচারের দাবিতে থানার বাইরে বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে বিএনপি নেতাকর্মীদের।
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, থানার বাইরে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। থানার ভেতরে শাহজাহান ওমর আছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, সাবেক এমপি ব্যরিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
শাহজাহান ওমর অভিযোগ করেন, এ হামলার সঙ্গে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নাসিম আকন জড়িত রয়েছেন।
তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন বলেন, কারা তার (শাহজাহান ওমর) বাসভবনে ইট নিক্ষেপ করেছে, তা আমার জানা নেই।
বিএনপির হয়ে চারবার ঝালকাঠি-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান ওমর। হয়েছেন প্রতিমন্ত্রীও। গত ১/১১ সরকারের সময়ে আত্মগোপনে থাকাকালে শাহজাহান ওমর হাজার কোটি টাকার দুর্নীতির সম্পদ বেরিয়ে পড়ে। সেই সময়কার দুর্নীতির মামলায় স্ত্রীসহ শাহজাহান ওমর ১৩ বছরের কারাদণ্ড হয়।
উল্লেখ্য, পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দীর্ঘদিন সরাসরি রাজনীতি থেকে দূরে থাকেন। দুর্নীতির মামলার রায় স্থগিত রাখাসহ নতুন করে মামলা-মোকদ্দমা থেকে নিজেকে সম্পূর্ণ নিরাপদ রাখতে বিএনপির সঙ্গে প্রায় ৪০ বছরের রাজনীতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক দিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন তিনি। তবে গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/পলি