প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়ে সড়ক ছাড়ল সাদপন্থীরা
টঙ্গীর বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের একাংশের আমির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধালভিকে আসার অনুমতি দিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তার অনুসারীরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ সাবেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে এই স্মারকলিপি জমা দেন।
এদিন বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার আশ্বাস পেয়ে কাকরাইল মোড় থেকে সরে যান তারা।
স্মারকলিপিটি গ্রহণ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতে মাওলানা সাদ কান্ধলভির বাংলাদেশে প্রবেশের অনুমতি নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান,তাঁদের স্মারক লিপি প্রধান উপদেষ্টাকে দেওয়া হবে। তিনি যে সিদ্ধান্ত নিবেন তা জানিয়ে দেওয়া হবে।
কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ মনসুর বলেন, একটি স্বার্থান্বেষী মহল মাওলানা সাদের নামের অপবাদ দিয়েছেন। আগের সরকারের থেকে আমরা নির্যাতিত হয়েছি।
এর আগে সকালে সাপ্তাহিক মাশওয়ারা শেষে কাকরাইল মোড়ে অবস্থান নেয় সাদপন্থীরা। কাকরাইল মসজিদের সাথিদের একটি বড় অংশ প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে মিন্টু রোডে রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনার দিকে রওনা হন। তবে পুলিশ প্রশাসনের বাধায় কয়েক শ মুসল্লি সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দেয়।
পরে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রেস সচিব তাদের প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার অনুমতি দেন। স্মারকলিপি জমা দেওয়ার পর সাদপন্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ করেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, মাওলানা সাদ কান্ধলভি দীর্ঘদিন ধরে বিশ্ব ইজতেমায় বয়ান এবং আখেরি মোনাজাত পরিচালনা করে আসছিলেন। তবে ২০১৮ সাল থেকে তাঁকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এতে তাবলিগ জামাতের একাংশ হতাশ ও ক্ষুব্ধ। তাঁর উপস্থিতিতে ইজতেমায় বিদেশি মেহমানদের সংখ্যা বৃদ্ধি পেত এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা থাকত।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে মাওলানা সাদের কিছু বক্তব্য নিয়ে তাবলিগ জামাতের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। তার ইজতেমায় অংশগ্রহণ নিয়ে এক পক্ষ বিরোধিতা করায় বাংলাদেশ সরকার তাঁর ভিসা দেওয়া বন্ধ করে।
স্মারকলিপি প্রদান শেষে মাওলানা সাদের অনুসারীরা দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি