১৫ বছর যারা নির্যাতন চালিয়েছেন সবার বিচার হবে: হাসান আরিফ
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। ছবি: সংগৃহীত
স্বৈরাচার সরকারে থেকে ১৫ বছর ধরে যারা ছাত্র-আন্দলোনসহ গুম-খুন নির্যাতন নিপীড়ন চালিয়েছেন তাদের সবার বিচার হবে বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ইতিমধ্যে অনেকের বিচার শুরু হয়ে গেছে।
সোমবার দুপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে তিন মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আব্দুল্লাহর কবর জিয়ারত করেছেন। তার মাজার জিয়ারত করেন বাংলাদেশ সরকারের বেসরকারি বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ হোসেন। কবর জিয়ারতের পর প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন হাসান আরিফ। এ সময় তিনি শহীদ আব্দুল্লাহর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, আব্দুল্লাহর আত্মত্যাগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান হয়েছে। তার পরিবারের জন্য যা প্রয়োজন সরকার তা করবে।
উপদেষ্টা সেখানে পৌঁছানোর পর আব্দুল্লাহর মা মাবিয়া খাতুন, বাবা আব্দুল জব্বার কান্নায় ভেঙে পড়েন। তারা সন্তান হত্যার বিচার চান।
মাবিয়া খাতুন বলেন, আমার ছেলেকে পাখির মতো গুলি করে হত্যা করেছে পুলিশ। যারা গুলি করেছে ও নির্দেশ দিয়েছে দ্রুত তাদের বিচার করতে হবে। তবেই আমার ছেলের আত্মা শান্তি পাবে।
এ সময় তার সঙ্গে ছিলেন যশোরের জেলা প্রশাসক মুহাম্মদ আজাহারুল ইসলাম, পুলিশ সুপার জিয়াউর রহমান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, এসি-ল্যান্ড নুসরাত ইয়াসিন, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা ছাত্রদল নেতা সামসুজ্জোহা সেলিমসহ অনেকে।
গত ১৪ই নভেম্বর রাতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আব্দুল্লাহর মৃত্যু হয়। পরের দিন ১৫ নভেম্বর তার মৃতদেহ যশোরের বেনাপোল বড়আঁচড়া তার পারিবারিক কবরস্থানে তাকে সমাধিস্থত করা হয়।
নিউজবাংলাদেশ.কম/পলি