News Bangladesh

নেত্রকোণা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৪, ২৮ অক্টোবর ২০২৪

বিএনপি নেতার বাড়িতে হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

বিএনপি নেতার বাড়িতে হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

ছবি: শফিকুল ইসলাম মামুন


নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলার মামলায় যুবলীগ নেতা শফিকুল ইসলাম মামুনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। শফিকুল ইসলাম মামুন উপজেলার নাগডরা এলাকার বাসিন্দা ও মোহনগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে পৌর শহরের বউবাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল বের করে।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতৃত্বে ওই মিছিলে হামলা চালানো হয়। পরে রেলস্টেশনের কাছে থাকা পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালায় অর্ধশত ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী। এসময় বিএনপি নেতা নিজের ঘরের ভেতর অবস্থান করছিলেন। 
হামলাকারীরা রামদা-চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওই বিএনপি নেতার ঘরের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত করে। তবে ভেতরে ঢুকতে না পেরে তারা একপর্যায়ে চলে যায়। 

এ ঘটনায় সরকার পতনের পর ২৮ সেপ্টেম্বর থানায় মামলা করেন ওই বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। সেই মামলায় উপজেলা যুবলীগের আহবায়ক শফিকুল ইসলাম মামুনকে রবিবার গ্রেপ্তার করে পুলিশ।
 
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে রবিবার শফিকুল ইসলাম মামুনকে আদালতে পাঠানো হয়নি। সোমবার সকালে তাকে নেত্রকোনার আদালতে পাঠানো হবে। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়