যশোরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যা, আটক ১৪
যশোরে মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে মাহফুজুর রহমান (১৮ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার সকালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মালিক ও কেয়ারটেকার তাকে পিটিয়ে গুরুতর যখন করেন।
দুপুরে তার অবস্থার অবনতি হলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা কর্মচারী মাহফুজুর রহমানকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তন্ময় ঘোষ তাকে পরীক্ষা-নিরীক্ষা করে জানান, ‘আধাঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে’।
তখন হাসপাতালে নিয়ে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরা লাশ ফেলে পালিয়ে যান।
এ ঘটনায় শনিবার দিবাগত রাতে শহরের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে যশোর কোতোয়ালী থানা পুলিশ। মাদক নিয়ন্ত্রণ ও পুনর্বাসন কেন্দ্রটি পুলিশ পূর্ণাঙ্গভাবে হেফাজতে নিয়েছে।
নিহত মাহফুজুর রহমান চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মনিরুজ্জামানের ছেলে
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে যশোর শহরের রেল রোড মুজিব সড়ক এলাকায় মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র খুলে চিকিৎসাধীন নামে অপচিকিৎসা চালানো হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে মাদকাসক্তদের নিয়ে এখানে রাখা হয়। কিন্তু এখানে নেই কোনো ডাক্তার, নেই কোনো মাদকাসক্তদের সুচিকিৎসা।
বিভিন্ন স্থান থেকে এখানে মাদকাসক্তদের নিয়ে চিকিৎসার নামে অপচিকিৎসা চলে। এমনকি মাদকাসক্ত কর্মকর্তা-কর্মচারী ও মালিকরাই অনেকেই নিজেরা মাদকাসক্ত। অনেকে আবার মাদক ব্যবসায়ীও। দীর্ঘদিন শহরের প্রাণকেন্দ্রে এ ধরনের অপকর্ম চালিয়ে গেলেও পুলিশ জেনে-বুঝেও নিশ্চুপ থাকে। যখনই কোনো মৃত্যুর মতো ঘটনা ঘটে তখন ঐ বিষয়টি আলোচনায় উঠে আসে। মৃত্যুর মতো ঘটনা না ঘটলে, এগুলো থেকে যায় পর্দার অন্তরালে।
নিউজবাংলাদেশ.কম/এফএ