News Bangladesh

সিরাজগঞ্জ সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৮, ১৮ মে ২০২১

সিরাজগঞ্জে ফিরিয়ে দেয়া হলো শতাধিক ঢাকামুখী দূরপাল্লার বাস

সিরাজগঞ্জে ফিরিয়ে দেয়া হলো শতাধিক ঢাকামুখী দূরপাল্লার বাস

দেশের উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকামুখী শতাধিক যাত্রীবাহী বাস সিরাজগঞ্জের কাজীপুর থেকে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চানন্দ সরকার বলেন, “সকাল থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত শতাধিক যাত্রীবাহী দূরপাল্লার বাস ফিরিয়ে দেয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “মূল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ অবস্থান করছে যেন দূরপাল্লার বাস চলাচল করতে না পারে। এই বাসগুলো বিকল্প পথ ব্যবহার করে ঢাকায় যাওয়ার চেষ্টা করেছিল। কাজীপুরের সোনামুখী এলাকায় বাসগুলো থামানো হলে যাত্রীরা বিক্ষোভ শুরু করেন। যাত্রী ভোগান্তি এড়াতে বাসগুলো ফিরিয়ে দেয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা দূরপাল্লার বাস চলতে দেবো না।”

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান বলেন, “করোনা মহামারি রোধে এক জেলা থেকে অন্য জেলায় চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। যদিও অনেকে গাড়ি চালাচ্ছেন। তবে আমরা ঢাকামুখী যাত্রীবাহী কোনো বাস চলাচল করতে দেবো না।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়