গাজীপুরে আগুনে পুড়ল ২৭ ঘর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ‘সিলিন্ডারের ছিদ্র দিয়ে গ্যাস বের হয়ে’ আগুন লেগে তিনটি বস্তির ২৭ ঘর মালপত্রসহ পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা কবিরুল বলেন, সকালে মো. জসিম উদ্দিন ইকবাল নামের এক ব্যক্তির বস্তির ভাড়াটিয়া মো. তুহিনের স্ত্রী সিলিন্ডার গ্যাসে রান্না করছিলেন।
“হঠাৎ সিলিন্ডার ছিদ্র হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং আগুন মুহূর্তের মধ্যে পাশের সজল মিয়া ও সাইদুল ইসলামের বস্তিতে ছড়িয়ে পড়ে। বেশির ভাগ কক্ষ তালাবদ্ধ থাকায় ২৭টি কক্ষ মালপত্রসহ পুড়ে গেছে।”
নিউজবাংলাদেশ.কম/ডি