News Bangladesh

সাভার (ঢাকা) সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৬, ৮ মে ২০২১

থেমে থাকা বাসে মাইক্রোর ধাক্কা, চালক নিহত

থেমে থাকা বাসে মাইক্রোর ধাক্কা, চালক নিহত

ঢাকার অদূরে সাভারে সড়কের পাশে থেমে থাকা একটি বাসের পিছনে নিয়ন্ত্রণহীন মাইক্রোবাসের ধাক্কায় এর চালক নিহত হয়েছেন। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।

শনিবার ভোর ৫টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইক্রোবাসের চালক মো. সেন্টু আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় ভাড়া বাসায় থেকে রেন্ট-এ-কার এর মাইক্রোবাস চালাতেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলায়।

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির মালিক মো. জুয়েল নিউজবাংলাদেশকে বলেন, তার মালিকানাধীন মাইক্রোবাসটি ভাড়ায় চালক সেন্টুর মাধ্যমে চালাতেন। শুক্রবার রাতে পল্লীবিদ্যুৎ এলাকা থেকে যাত্রী নিয়ে ভাড়ায় রংপুরের উদ্দেশ্যে যায় সেন্টু। এরপর ভোরে খালি মাইক্রোবাস নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয় সে। পরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি ট্রাককে
ওভারটেকিংয়ের চেষ্টা করে। কিন্তু ট্রাকটি সাইড না দিয়ে উল্টো বামদিকে চাপ দেয়। এসময় মাইক্রোবাসটি সড়কের বামপাশে থেমে থাকা আরেকটি বাসের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ লিপ্ত হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে চালক সেন্টু ঘটনাস্থলেই মারা যান। পরে হাইওয়ে পুলিশ লাশ ও মাইক্রোবাস উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান নিউজবাংলাদেশকে বলেন, “নিহত মাইক্রোবাসের চালকের মরদেহ থানা কম্পাউন্ডে রাখা হয়েছে। একই সাথে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিও উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের স্বজনরা আসলে এঘটনায় আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়