News Bangladesh

নোয়াখালী সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৭, ৭ মে ২০২১

বেগমগঞ্জে যৌতুক না পেয়ে নববধূকে হত্যা

বেগমগঞ্জে যৌতুক না পেয়ে নববধূকে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নয়নপুর গ্রামে যৌতুক না পেয়ে ফাতেমা আক্তার প্রকাশ মুন্নি(১৯) নামে এক নববধূকে শ্বাসরোধ করে হত্যা করেছেন স্বামী মো. জিহাদ (২২)। এ ঘটনায় এলাকাবাসী তাৎক্ষণিকভাবে অভিযুক্ত জিহাদকে আটক করে বেগমগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। 

নিহত ফাতেমা আক্তার মুন্নি (১৯) নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মধুসুদনপুর গ্রামের ফরিদ হাজী বাড়ির আহছান উল্যার মেয়ে এবং আটক মো.জিহাদ বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর নয়নপুর গ্রামের ওদার বাড়ির মো. হারুনের ছেলে।

বৃহস্পতিবার এ ঘটনায় নিহতের মা খায়েরুন নেছা বাদী হয়ে জিহাদকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। 

মামলার এজহার সূত্রে জানা যায়, তিন মাস ২৭ দিন আগে মুন্নি ও জিহাদ প্রেম করে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর থেকে জিহাদ তাকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা কিনে দেয়ার জন্য শ্বশুরের পরিবারের কাছে দাবি করেন। তার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন জিহাদ। জিহাদের মুন্নি তার মা-বাবা গরিব বলে তাদের পক্ষে অটোরিকশা কিনে দেয়া সম্ভব নয় বলে স্বামীকে জানালে, জিহাদ স্ত্রীকে মারধর ও নির্যাতন করেন। শ্বশুর-শাশুড়ি একাধিকবার মেয়ের স্বামীর বাড়িতে গেলে মেয়ের জামাই তাদের কাছেও অটোরিকশা কিনে দেয়ার জন্য টাকা দাবি করেন। শ্বশুর-শাশুড়ি অটোরিকশা কিনে দিতে অপারগতা প্রকাশ করলে তিনি ফের স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। 

বুধবার রাতে জিহাদ তার স্ত্রীকে অটোরিকশা কিনে দেয়ার জন্য টাকা এনে দেয়ার কথা বললে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। মুন্নি বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে অস্বীকার করলে জিহাদ ক্ষিপ্ত হয়ে গভীর রাতে মুন্নীকে শ্বাসরোধ করে লাশ ঘরের রুমের খাটের ওপর রেখে দেন। ভোরে শাশুড়ি জোসনা বেগম সাহরি খেতে মুন্নীকে ডাকতে গেলে খাটের ওপর মরদেহ দেখতে পান এবং ভোররাতে মুন্নির মা-বাবাকে তার মৃত্যুর খবর দেন। 

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং ঘটনাস্থল থেকে অভিযুক্ত আসামিকে আটক করে। এক পর্যায়ে পুলিশের জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন স্বামী।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, আটক আসামিকে শুক্রবার বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়