News Bangladesh

যশোর প্রতিনিধি || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৯, ৫ মে ২০২১

ঢাকার উদ্দেশ্যে ৬ বাসের যাত্রা, পথে জব্দ

ঢাকার উদ্দেশ্যে ৬ বাসের যাত্রা, পথে জব্দ

দেশে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে তৃতীয় ধাপের লকডাউন চলমান রয়েছে। এ লকডাউনে সব ধরনের দূরপাল্লার যানবাহন বন্ধ রাখার নির্দেশনা রয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু নির্দেশনা অমান্য করে মঙ্গলবার রাতে সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ছয়টি বাস ঢাকায় যাত্রা করে। কিন্তু ঢাকায় পৌঁছানোর আগেই মঙ্গলবার রাত ১০টার দিকে যশোর ও মনিরামপুরে এসে পৌঁছালে বাসগুলোকে যশোর পুলিশ জব্দ করে। এসময় পুলিশ বাসে থাকা যাত্রীদের নিজ উদ্যোগে ফেরত পাঠিয়েছে। 

জব্দ বাসগুলো হলো- ঠিকানা পরিবহন, গ্রিনবাংলা ও সাতক্ষীরা এক্সপ্রেসের চারটি বাস। বাসগুলোতে মোট ১৪৬ জন যাত্রী ছিলেন।

যশোর জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মাহাবুব কবীর বলেন, “সরকারি নির্দেশনা অমান্য করে সাতক্ষীরা থেকে বাসগুলো যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিল। বিষয়টি জানার পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা বাসগুলোকে আটক করার নির্দেশ দেন এবং বাসের যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোরও নির্দেশনা দেন। এর ফলে বাসগুলোকে জব্দ করা হয় এবং বাসে থাকা যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে বিভিন্ন জরুরি সেবার গাড়িগুলোতে করে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়