News Bangladesh

বগুড়া সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৪, ৪ মে ২০২১
আপডেট: ১৪:০৫, ৪ মে ২০২১

মহাসড়কে প্রকাশ্যে গুলি করে মাদ্রাসা অধ্যক্ষকে হত্যা

মহাসড়কে প্রকাশ্যে গুলি করে মাদ্রাসা অধ্যক্ষকে হত্যা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহাসড়কে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো একটি মাদ্রাসার অধ্যক্ষকে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে জোড়া কৃষি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোজাফফর হোসেন (৬০)। তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলারসংলগ্ন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।

মোজাফফর হোসেন পেশায় কবিরাজ ও একটি কওমি মাদরাসার অধ্যক্ষ ছিলেন। তিনি বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

জানা যায়, মোজাফফর হোসেন সিএনজি চালিত অটোরিকশায় বগুড়া শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে জোড়া কৃষি কলেজের সামনে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত  প্রকাশ্যে মোজাফফর হোসেনকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাজাহানপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, “নিহতের মরদেহ উদ্ধার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বুকের বাম পাশে একটি গুলির চিহ্ন দেখা গেছে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়