News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১১, ২৮ এপ্রিল ২০২১

রাজধানীসহ দেশের কোথাও কোথাও ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের কোথাও কোথাও ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের কোথাও কোথাও রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
বুধবার সকাল ৮ টা ২১ মিনিটে অনুভূত ভূমিকম্পের উৎপত্তি ভারতের আসাম থেকে হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, সকাল ৮ টা ২১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা রিখটার স্কেলে ৬। এটি শক্তিশালী ভূমিকম্প ছিল। এর সময়সীমা নির্ধারণ করা যায় নি। তবে ঢাকা ছাড়াও আসামের আশেপাশের সিলেট, ময়মনসিংহ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীসহ উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় এ ধরনের ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে।
তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।
আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, ঢাকা থেকে ১৩১০৪ কিলোমিটার দূরত্বে আসামে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়