News Bangladesh

কুমিল্লা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫২, ২৭ এপ্রিল ২০২১

কুমিল্লায় ৪ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় ৪ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় ভোক্তা অধিকার নিশ্চিত করনে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং টিসিবির পণ্য প্রকৃত ওজনে ও ন্যায্যমূল্যে প্রাপ্তি নিশ্চিত করতে মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লার নিউমার্কেট, রাজগঞ্জ ও রানীর বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি বলেন, কুমিল্লা সদরের নিউমার্কেট, রাজগঞ্জ ও রানীর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে বিক্রিত টিসিবির ট্রাকসেলও মনিটরিং করা হয়। তদারকিকালে হ্যান্ড মাইকের মাধ্যমে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে শতভাগ দোকানের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং ক্রেতা-বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়। অভিযানে সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়