রাজশাহীতে দোকানে দোকানে ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি
করোনাভাইরাস সংক্রমণ রোধে টানা ১১ দিন দোকানপাট বন্ধ ছিল। রোববার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দোকানপাট ও মার্কেটগুলো খুলে দেন মালিকরা। কিন্তু এতে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। দোকানগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়।
রাজশাহী নগরীর রাস্তাগুলোতে এ দিন সকাল থেকেই মানুষের চলাচল ছিল বেশি। নগরীর সাহেববাজারে ছিল মানুষের উপচেপড়া ভিড়। করোনাভাইরাসের কঠোর স্বাস্থ্যবিধির বিষয়টি ছিল চরম উপেক্ষিত। অথচ কঠোর স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করার কথা ছিল দোকান মালিকদের।
সকালে সাহেববাজারের সবচেয়ে বড় মার্কেট আরডিএ’র দোকানগুলোও খুলে দেওয়া হয়। কিন্তু দোকানগুলো ঝাড়ামোছা করা হলেও কিছু কিছু দোকানে ছিল না জীবাণুনাশক স্প্রের ব্যবস্থাও। দোকানগুলোতে মানা হয়নি স্বাস্থ্যবিধি। নো মাস্ক নো সার্ভিস কঠোরভাবে মানা হচ্ছে না। আরডিএ মার্কেটে জীবাণুনাশক স্প্রের কোনো ট্যানেলও স্থাপন করা হয়নি।
তবে ব্যবসায়ীদের দাবি, তারা সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই দোকানপাট খুলেছেন। দোকানে সব ধরনের স্বাস্থ্যবিধি মানার উপকরণ রাখা হয়েছে। এছাড়াও ব্যবসায়ীদের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মানতে সার্বক্ষণিক মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। তবে শারীরিক দূরত্ব মানার বিষয়টি বাস্তবায়ন করা কঠিন হচ্ছে তাদের।
তারা বলছেন, ঈদের আগে দোকান খোলার সুযোগ করে দেওয়ায় অন্তত কর্মচারীদের বেতন-ভাতা ও সংসার চালানো সম্ভব হবে।
তবে ক্রেতারা বলছেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। অনেক বিক্রেতা মাস্ক না পরে ও হ্যান্ড স্যানিটাইজার না রেখে ব্যবসা পরিচালনা করছে।
নিউজবাংলাদেশ.কম/এএস