News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৭, ১৪ মার্চ ২০১৫
আপডেট: ২৩:২৮, ১৭ জানুয়ারি ২০২০

১০লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে: ইনসাব

১০লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে: ইনসাব

ঢাকা: ১২ মার্চ বাগেরহাট মংলায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মানববন্ধন করে নিহত প্রত্যেক শ্রমিক পরিবারের জন্য ১০লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)।

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নিহত নির্মাণ শ্রমিকদের স্মরণে মানববন্ধন করে শ্রমিক ইউনিয়ন বিভিন্ন দাবি-দাওয়া জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, “মংলায় নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আহত শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং পর্যায়ক্রমে ক্ষতিপূরণসহ ভবন ধসের কারণ উদঘাটনের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন গঠন করতে হবে।”  
 
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “আমরা উদ্বিগ্ন এ কারণে যে মুনাফালোভী মালিকদের উদাসীনতা ও খামখেয়ালীপনায় নিম্নমানের সাটারিং মালামাল দিয়ে ভবন নির্মাণ করায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা না করে প্রায় ৪৪ ফুট উপরে ঢালাই করায় এ দুর্ঘটনা ঘটে। এর দায় অবশ্যই কর্তৃপক্ষ ও তদারকি প্রতিষ্ঠানের।”

আদালতের আদেশ মোতাবেক আহতের ধরন অনুযায়ী প্রত্যেক শ্রমিককে ক্ষতিপূরণ প্রদান, হরতাল-অবরোধ প্রত্যাহার করে সকল শ্রমিকের নিরাপত্তা নিশ্চিতসহ  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তার দাবি জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে ইনসাব।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রবিউল ইসলাম, মো. সালাউদ্দিন, মো. সিদ্দিকুর রহমান বিশ্বাস, মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ সংগঠনের অন্যান্য নেতা ও নির্মাণ শ্রমিক।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়