টয়লেটে কম্বলে মোড়ানো শিশুর লাশ
সাভারের আশুলিয়ায় তোফাজ্জ্বল হোসেন সাজ্জাদ নামে নয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গতকাল রাতে বাইপাইল নতুনপাড়ার বাসিন্দা আব্দুল মান্নানের মালিকানাধীন ভবনের পঞ্চম তলা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি টয়লেটে কম্বলে মোড়ানো ছিল। পরিবারের সদস্যদের দাবি, তাদের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি গেছে। যে কারণে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, চুরি করতে দেখে ফেলায় দুর্বৃত্তরা সাজ্জাদকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।”
ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাজ্জাদ ভোলা সদর থানা এলাকার চন্দ্রাবাদ গ্রামের ইউসুফ আলীর ছেলে। ইউসুফ আলী ও খাদিজা বেগম দুজনই পোশাককর্মী। সাজ্জাদ বাবা-মায়ের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতো এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো— বলেন আব্দুর রাশিদ।
খাদিজা বেগম অভিযোগ বলেন, “আমার বাসা থেকে ১৪ আনা সোনা ও নগদ পাঁচ হাজার টাকা চুরি হয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই।”
নিউজবাংলাদেশ.কম/এফএ