বাগেরহাটে বিস্কুট কারখানার আগুনে দগ্ধ হয়ে কর্মচারীর মৃত্যু
বাগেরহাট শহরে একটি বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আজিম শেখ (১৬) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কচুয়াপট্টি এলাকায় রমেশ সাহার মালিকানাধীন সুমন বেকারি নামের এই বিস্কুটের কারখানার আগুনে দগ্ধ হয়ে ওই কর্মচারীর মৃত্যু হয়।
নিহত আজিম বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কোন্ডলা গ্রামের এমদাদ শেখের ছেলে।
অগ্নিকাণ্ডে বিস্কুটের কারখানার বিপুল পরিমাণ তৈরি খাদ্যপণ্য ও মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) মো. শাহজাহান সিরাজ জানান, খবর পেয়ে রাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিস্কুটের কারখানার শর্টসার্কিট থেকে ভেতরে থাকা রান্নাঘরের তুষ কাঠে প্রথমে আগুনের সূত্রপাত হয়।
কারখানাটির আশপাশে পানির সহজ কোনো উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে এটি নিরূপণের কাজ চলছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ