বিয়ের ৩ মাসের মাথায় এক নারীর আত্মহত্যা
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রাম থেকে নার্গিস আক্তার(১৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে।
নার্গিস উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের এনায়েতপুর ৭নং ওয়ার্ডের হাজি আবদুল খালেকের বাড়ির আবদুল মতিনের মেয়ে।
মাত্র তিন মাস আগে একই ইউনিয়নের পলতি গ্রামের আলী আহম্মদ মাস্টার বাড়ির জাকির হোসেনের সঙ্গে বিবাহ হয়েছিল। নার্গিসের স্বামী পেশায় পিকআপ চালক। কিছু দিন আগে তিনি স্বামীর বাড়ি থেকে পিতার বাড়িতে এসে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে পিতার বাড়ির ঘরের আদলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে বুধবার সন্ধ্যায় সেনবাগ থানার এসআই তানভীর আহমেদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছে রাত ১০টার দিকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরিবারের সদস্যদের বরাদ দিয়ে এসআই তানভির জানান, নার্গিস মানসিক বিকারগ্রস্ত ছিল। তাকে মানুষিক রোগের চিকিৎসার দেওয়া হচ্ছিল বলে জানান।
পুলিশ জানায় তিন মাস আগে নার্গিসের বিবাহ হয়। তিনি পিতার বাড়িতে বেড়াতে এসে পরিবারের সদস্যদের অজান্তে বিকেলে কোনো এক সময় নিজ বসতঘরের আদলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
সন্ধ্যায় পরিবারের সদস্যরা তার লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এসআই তানভির আহমেদ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসেন। বৃহস্পতিবার লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এফএ