টাঙ্গাইলে গুদাম থেকে চাল পাচারকালে ট্রাকসহ জব্দ
টাঙ্গাইলের ভুঞাপুর খাদ্য গুদাম থেকে খাদ্য বান্ধব কর্মসূচির চাল পাচারকালে চাল বোঝাই ট্রাক জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ট্রাক ভর্তি করার সময় ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৪-৬৩৩৯) জব্দ করা হয়।
জানা গেছে, ভুঞাপুর খাদ্য গুদাম থেকে দুপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল ট্রাকযোগে পার্শ্ববর্তী ঘাটাইলের একটি রাইস মিলে বিক্রির জন্য যায়। পরে পুনরায় বিকালে আরেকটি ট্রাকে চালবোঝাই করে। এতে ১৪ মেট্রিকটন চাল ছিল। তবে ওই চাল উপজেলার গাবসারা ইউনিয়নের ডিলার নজরুল, ফরহাদ ও দিলীপ নামের তিনজনের। তবে গুদাম থেকে সরকারি চাল পাচারের সময় সেখান সিসিটিভির ক্যামেরাগুলো বন্ধ ছিল।
ট্রাক চালক জানান, এর আগেও গুদাম থেকে এক ট্রাক চাল ঘাটাইল নেয়া হয়েছে।
ভুঞাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন জানান, ট্রাকের চালগুলো ঘাটাইল যাচ্ছিল। চালগুলো ডিলার নজরুল, ফরহাদ ও দিলীপের। যারা খাদ্য বান্ধব কর্মসূচির ১০ কেজি চালের ডিলার। তবে তিনি চালের কোনো ডিও দেখাতে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, “ট্রাক ভর্তি সরকারি চাল জব্দ করা হয়েছে। চালগুলোর বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে জানা যাবে চালগুলো আসলে কিসের।”
নিউজবাংলাদেশ.কম/এফএ