News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৭, ১৪ মার্চ ২০১৫
আপডেট: ২৩:২৮, ১৭ জানুয়ারি ২০২০

তিনবিঘা করিডোরে পরিত্যক্ত বৃদ্ধার করুণ মৃত্যু

তিনবিঘা করিডোরে পরিত্যক্ত বৃদ্ধার করুণ মৃত্যু

লালমনিরহাট: শনিবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত(৫২) পরিচয়ধারী এক বৃদ্ধা নারীকে উদ্ধার করে থানা পুলিশ। হাসপাতালে নেয়ার পর ওই বৃদ্ধার মৃত্যু হয়।

ভারতীয় তারকাটা বেড়ার কাছে একটি চোখ ও হাতের আঙ্গুল পোকায় খাওয়াসহ পরিত্যাক্ত অবস্থায় ঐ বৃদ্ধাকে উদ্ধার করা হয়।

বৃদ্ধ নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। তিনি ভারতীয় না বাংলাদেশি তাও নিশ্চিত করতে পারেনি বিজিবি, পুলিশ ও হাসপাতাল প্রশাসন।
 
পুলিশ ও বিজিবি জানায়, "পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত তিনবিঘা করিডোর পানবাড়ী বিওপি সীমান্ত ফাঁড়ির উত্তরপাশে ভারতীয় তারকাটা বেড়ার কাছে পরিত্যক্ত অবস্থায় পোকায় খাওয়া অজ্ঞাত এক নারীকে দেখতে পেয়ে স্থানীয় এক মিহলা প্রথমে পানবাড়ী বিজিবি ক্যাম্পের সদস্যদের খবর দেয়। পরে বিজিবি পাটগ্রাম থানা পুলিশকে খবর দিলে পাটগ্রাম থানা পুলিশ উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রণব কুমার দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক, ওসি রেজাউল করিম রেজা ও বিজিবির কোম্পানী কমান্ডারের নেতৃত্বে সীমান্ত থেকে ওই অজ্ঞাত নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়।"

তার লাশ পাটগ্রাম থানায় রয়েছে। রোববার (১৫-মার্চ)সকালে লাশ ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, গত ৩ দিন ধরে ওই অজ্ঞাত বৃদ্ধােক সীমান্তে পরিত্যক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ওই নারী কথা বলতে না পাড়া এবং শারীরিক বেহাল দশার কারণে কেউ কাছে যায়নি। ওই নারীর পরে থাকার তথ্য প্রশাসনের কাছে দেননি।

বিজিবির পাটগ্রাম কোম্পানী কমান্ডার সুবেদার মকবুল হোসেন বলেছেন, "ভারতীয় সীমান্ত ঘেঁষা তারকাটার বেড়ার পাশে কেন এই নারী পড়ে ছিল কেউ কিছু বলতে পারছেন না। এ কারণে প্রশাসনও কোনো ব্যবস্থা নিতে পারেনি।"
 
ডাঃ প্রণব কুমার দাস বলেন, "ঘটনাটি খুবই মর্মান্তিক। কিভাবে এমনটা হয়েছে, ময়না তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।"
 
নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়