ওরস্যালাইন ও সরবত পানে অচেতন এক পরিবারের ৫ সদস্য
গরমে ওরস্যালাইন ও রাসনার শরবত পান করে একই পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে পড়েছে। তাদের অচেতন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন- মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের মৃত আরশেদ সর্দারের ছেলে সিরাজুল ইসলাম (৫০), তার স্ত্রী রেবেকা খাতুন (৪০), তার দুই সন্তান মৌসুমী খাতুন (২৬) ও রিফাত (১৪) এবং মৌসুমী খাতুনের ছেলে শানজিম রহমান (৮)।
প্রতিবেশীরা বলেন, বৃহস্পতিবার রাতে ওরস্যালাইন ও রাসনা গুলিয়ে পরিবারের সদস্য পান করেন। কিছুক্ষণ পর হঠাৎ তারা সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে স্থানীরা খবর পেয়ে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রিফাতের জ্ঞান ফিরলে তিনি বলেন, “গতকাল রাতে বাড়ির পাশের মেহেরাজের দোকান থেকে ওরস্যালাইন ও রাসনা কিনে আনে শিশু শানজিম। রাতেই পরিবারের সদস্যরা পান করে। কিছুক্ষণ পর মাথা ঝিমঝিম করে জ্ঞান হারিয়ে যায় সবার। এর মধ্যে শানজিম ও মৌসুমি খাতুনের কয়েকবার বমি হলে তাদের জ্ঞান ফেরে। আর বাকিদের জ্ঞান ফেরেনি।”
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহাবুব এ খোদা বলেন, “তাদের সবার জ্ঞান ফিরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণেই এঘটনা ঘটতে পারে।”
নিউজবাংলাদেশ.কম/এফএ