হবিগঞ্জে তেল শোধনাগারে আগুন
হবিগঞ্জের বাহুবল উপজেলায় চার হাজার ব্যারেল তেল শোধনাগারে অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার রশিদপুরের বড়গাঁওয়ে ওই তেল শোধনাগারে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ২টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, রাত পৌনে ১২টার দিকে রশিদপুরে বড়গাঁও চার হাজার ব্যারেল তেল শোধনাগারের বার্ন ফিডের (বর্জ্য মজুদ করা স্থানে) কন্টেইনারে আগুন ধরে।
খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গলের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়।
তারা রাত সাড়ে ১২টায় সেখানে পৌঁছে। দীর্ঘ চেষ্টা চালিয়ে তারা রাত পৌনে ২টায় আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়।
তিনি বলেন, এ ঘটনায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনি বলা যাচ্ছে না।
নিউজবাংলাদেশ.কম/এফএ