News Bangladesh

নারায়ণগঞ্জ সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৮, ৭ এপ্রিল ২০২১
আপডেট: ১০:৪৯, ৭ এপ্রিল ২০২১

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় মামলা

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় মামলা

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবিতে ৩৪ জন নিহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ পরিচালক বাবু লাল বৈদ্য বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় মামলাটি দায়ের করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, “বিআইডব্লিউটিএ কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেছেন। এতে হত্যার উদ্দেশ্যে বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে হত্যা সংঘটিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আশা করছি খুব শিগগির দোষীদের গ্রেফদার করা সম্ভব হবে।”

গত ৪ এপ্রিল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় ‘সাবিত আল হাসান’ নামের লঞ্চটি অর্ধশতাধিক যাত্রীসহ ডুবে যায়। ১৫ থেকে ২০ জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন ৩৬ জন।

পরে রোববার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন দুজন।

ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এমনকি কার্গো জাহাজটিও শনাক্তও করতে পারেনি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়