গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেয়ার দাবিতে অনশন
ঢাকা: গণমাধ্যম ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেয়ার দাবিতে প্রতীক অনশন করেছেন সাংবাদিকদের একাংশ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ অনশন কর্মসূচি পালন করেন বিভিন্ন গণমাধ্যম সাংবাদিকরা।
সাংবাদিক শওকত মাহমুদের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে প্রতীক অনশন পালন করেন রুহুল আমিন গাজী, কবি আব্দুল হাই সিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, আল আমিন, মোঃ শহিদুল ইসলাম, সাখাওয়াত ইবনে মইনসহ অন্য সাংবাদিক নেতারা।
অনশন কর্মসূচিতে বক্তারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, “দ্রুত সকল বন্ধ গণমাধ্যম খুলে দিন, বেকার সাংবাদিকদের কাজে ফেরার সুযোগ দিন, সাংবাদিকদিকদের সকল মিথ্যা মামলা থেকে মুক্তি দিন। সংবাদ মাধ্যমকে নিরপেক্ষভাবে কাজ করতে দিন।”
দুপুরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী ও শওকত মাহমুদ অনশন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম