বাস চলাচলের দাবিতে মানববন্ধন
টাংগাইল: শনিবার টাঙ্গাইল-গোপালপুর সড়কে পোড়াবাড়ি হয়ে বাস চলাচলের দাবিতে টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন করেছে এলাকাবাসি।
দুই ঘন্টাব্যাপি এ মানববন্ধনে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবীসহ এলাকার কয়েকশ সাধারণ জনগন অংশ নেয়।
এলকাবাসী জানায়, “দীর্ঘ দুই যুগ ধরে গোপালপুরের সব বাস টাঙ্গাইল পোড়াবাড়ি-গোপালপুর হয়ে চলাচল করে আসছিল। কিন্ত গত ১৫ দিন যাবৎ গোপালপুর বাস মালিক সমিতি হটাৎ করে এ রোড বাস চলাচল বন্ধ করে দিয়ে বিকল্প রাস্তা পাকুটিয়া হয়ে বাস চলাচলের সিদ্ধান্ত নেয়। এর ফলে ঘাটাইল-গোপালপুর সড়কের পোড়াবাড়ি, শান্তানগর, শালিয়াজানি বাজার ও নাগবাড়ি এলাকার শতশত ক্ষুদ্র ব্যবসায়িদের ব্যবসায় ক্ষতিসহ এলাকার সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।”
পরে, স্থানীয় প্রশাসন ও গোপালপুর বাস মালিক সমিতি আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী মানবন্ধন তুলে নেয়।
নিউজবাংলাদেশ.কম/এএইকে
নিউজবাংলাদেশ.কম