News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৯, ১৪ মার্চ ২০১৫
আপডেট: ০৪:৩৮, ১ মার্চ ২০২০

নিয়ন্ত্রণে আসেনি আমানুল্লাহ ভবনের আগুন

নিয়ন্ত্রণে আসেনি আমানুল্লাহ  ভবনের আগুন

ঢাকা: রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকার ইউনুস টাওয়ারের পাশে অবস্থিত আমানুল্লাহ ভবন নামে একটি সাততলা ভবনে আগুন লেগেছে। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ওই ভবনে আগুন লাগে।

এখনো (সন্ধ্যা ৭:১৬) নিয়ন্ত্রণে আসেনি দিলকুশার আমানুল্লাহ ভবনের আগুন। আগুনের ধোঁয়ায় ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক (এডি) রফিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি ‍অফিসার শাহজাদী সুইটি নিউজবাংলাদেশকে এ তথ্য জানান।

তিনি আরো জানান, “আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট কাজ করলেও পরবর্তীতে আরো ৩ টি ইউনিট যোগ হয়ে মোট ৯ টি ইউনিট একযোগে কাজ করছে।”

৬৩ দিলকুশা আমানুল্লাহ ভবনের দ্বিতীয় তলার বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইনান্স কোম্পানি লিমিটেড এর অফিসের কাগজপত্র থেকে আগুনের প্রাথমিক সুত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি ‍অফিসার শাহজাদী সুইটি।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এজে/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়