ফারাবীর নামে তথ্যপ্রযুক্তি আইনে মামলা
ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে উসকানিমূলক স্ট্যাটাস ও মতাদর্শ প্রচারের অভিযোগে ব্লগার শফিউর রহমান ফারাবীর নামে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছে পুলিশ।
শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার সহকারী কমিশনার মো. ইফতেখারুজ্জামান নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সকাল ১১টার দিকে রমনা থানায় মামলাটি দায়ে করেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান। এদিনেই ফারাবীকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন জানাবে বলেও জানান তিনি।
গত ২ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফারাবীকে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা এবং লেখক অভিজিৎ রায়কে হত্যার জড়িত সন্দেহে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, অভিজিৎকে হত্যা করে ফারাবী চট্টগ্রামের দিকে পালানোর চেষ্টাকালে র্যাব তাকে আটক করে। এর আগে ব্লগার রাজিব হত্যাকাণ্ডেও প্রধান সন্দেহভাজন হিসেবে ফারাবীকে আটক করেছিল র্যাব।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ
নিউজবাংলাদেশ.কম