News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৪, ১৪ মার্চ ২০১৫
আপডেট: ২৩:২৮, ১৭ জানুয়ারি ২০২০

খালেদা জিয়ার সংলাপের প্রস্তাব নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার সংলাপের প্রস্তাব নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসনের সংলাপের প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার নাকচ করে দিয়ে খালেদা জিয়াকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার পেশাজীবী সমন্বয় পরিষদের এক আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "যার হাতে মানুষ পোড়া গন্ধ, যে মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না, যে জঙ্গিনেত্রী, তার সঙ্গে কিসের সংলাপ?"

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল এক সংবাদ সম্মেলনে সংলাপের আহবান জানানোর একদিনের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা নাকচ করলেন। সংবাদ সম্মেলনে খালেদা জিয়া সরকারকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন, তা ‘মিথ্যা’ বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনকে আদালতে আত্মসমর্পণ  করার আহ্বান জানান। তা না হলে তাকে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, "কোর্টে সমন জারি হয়েছে,  সেখানে গিয়ে স্যারেন্ডার করুন, ওটাই উনার জায়গা। না হলে সরকার কোর্টের আদেশ মানতে বাধ্য।"

প্রধানমন্ত্রী বলেন, "ফেরারি আসামি হয়েও খালেদা সংবাদ সম্মেলন করেছেন খালেদা জিয়া।"

চলমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের প্রচেষ্টা তুলে ধরে তিনি বলেন, "খালেদা জিয়া যে কষ্ট দিচ্ছে , তা যেন তাড়াতাড়ি শেষ হয়, তার জন্য যা যা করার তা করব।"

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়