গুলশান কার্যালয়ের সামনে তরুণ প্রজন্মের মানববন্ধন
ঢাকা: জঙ্গি, মৌলবাদ, সন্ত্রাস, নৈরাজ্যমুক্ত সুখী সমৃদ্ধ নিরাপদ ও অসাম্প্রদাদিক সোনার বাংলা গড়ার দাবিতে খালেদ জিয়ার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে সচেতন তরুণ প্রজন্ম।
শনিবার দুপুর ১২টার দিকে গুলশানে বিএনপি কার্যালয়ে সামনে তারা এ মানববন্ধন করে। মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়।
মানববন্ধনে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনের আহ্বায়ক ও ঢাকা কলেজের ছাত্র আসাদুজ্জামান উজ্জ্বল বলেন, ‘দেশে যারা সহিংসতা করছে তাদের আইনের আওতায় এনে বিচার করুন এবং সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ নিন।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি সহিংসতা করবেন না। শান্তিপূর্ণ কর্মসূচি দিন। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। আমদেরকে স্কুল কলেজে যেতে দিন। দেশকে ধ্বংস করবেন না।’
মানববন্ধনে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে আসে। এতে লেখা ছিল আমরা তরুণ, আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে চাই। আমার পথ চলায় বাধা কেন? আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাই।
মানববন্ধন শেষে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের বিপরীত দিকে গাছের সঙ্গে সহিংসতায় নিহত-আহতদের ছবিসহ একটি ব্যানার টানিয়ে দেয়া হয়। এর আগে সহিংসতায় নিহতদের একটি তালিকা টানিয়েছিলেন স্বজন ও পেশাজীবীরা।
নিউজবাংলাদেশ/আরআর/এফএ
নিউজবাংলাদেশ.কম