মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের নামে হয়রানি বন্ধের দাবি
ঢাকা: মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের নামে হয়রানি বন্ধ ও বিএনপি জামায়াতের হরতাল প্রত্যাহার করার দাবিতে মানবন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধালীগ। অনুষ্ঠানে এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়।
শনিবার রাজধানীতে সকাল ১০টা এ মানববন্ধন শুরু হয়। চলে পৌনে ১১টা পর্যন্ত।
মানবন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধে হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত উদ্দিন বীরবিক্রম বলেন, ‘দেশের এই বিশৃঙ্খল অবস্থায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে নীতিমালার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করার উদ্যোগ নিয়েছে এটা খুব দুঃখজনকক। এ ধরনের উদ্যোগ দেশের মুক্তিযোদ্ধাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চাই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ মজিবুর রহমান মোল্লা।
উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সহসভাপতি আবদুর রশিদ, লায়ন নুরুল ইসলাম, আমিনুল ইসলাম, জহির উদ্দিন ভুইয়া, মোশারফ হোসনে, শহিদুল ইসলাম, গোলাম মোস্তফা, শহিদুল্লাহ দুলাল প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের যাচাই বাছইয়ের নামে হয়রানির ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যাদের নিয়ে সন্দেহ রয়েছে কেবল তাদেরকেই যাচাই বাছাই করার দাবি জানান তারা।
উল্লেখ্য, আগামী ২৮ মার্চ, ৪ ও ১১ এপ্রিল প্রতি উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এফএ
নিউজবাংলাদেশ.কম