News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৮, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৪, ১৮ জানুয়ারি ২০২০

ভবন ধস : উদ্ধার অভিযান শেষ

৬ লাশ হস্তান্তর, অজ্ঞাত ১

৬ লাশ হস্তান্তর, অজ্ঞাত ১

বাগেরহাট: বাগেরহাটের মংলায় ভবন ধসের সাড়ে ২৩ ঘণ্টা পর উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এ অভিযানে ৭ জনের লাশ পাওয়া গেছে। ৬ মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ১ জনের পরিচয় জানা যায়নি। চিকিৎসাধীন আছেন ৪৭ জন। 

সেনা কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. সেলিম শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে  এসব তথ্য দিয়ে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।

এসময়ে তিনি সাংবাদিকদের বলেন, “দুর্ঘটনার কারণ উদঘাটনে বুয়েটের প্রকৌশলীদের সহায়তা নেয়া হবে। প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। দুর্ঘটনায় নিহত পরিবারকে সেনা কল্যাণ সংস্থার পক্ষ থেকে ১ লাখ টাকা ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে।”

ইতোমধ্যে যাদের আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান।

বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার ও আহতদের ৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেয়া হয়।

এ ঘটনায় খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. ফারুক হোসেনকে প্রধান করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ।

নিহদের মধ্যে যাদের পরিচয় জানা গেছে, তারা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর গ্রামের দবির শেখের ছেলে নির্মাণ শ্রমিক আনসার শেখ, একই এলাকার লতিফ হাওলাদারের ছেলে মারুফ হাওলাদার, গৌরম্ভা গ্রামের আকবর আকুঞ্জীর ছেলে আমির আকুঞ্জী, খুলনা শহরের জাহিদুর রহমান সড়কের মোয়াজ্জেম শেখের ছেলে আলামিন, খুলনা শহরের বাগমারা এলাকার আদম আলীর ছেলে সিরাজুল ইসলাম ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার নাঙ্গলবাড়ি গ্রামের সাইদুর রহমানের ছেলে বাকিবিল্লাহ। একজনের  পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার শিকার আহত  ৪৭ জন খুলনা ও মংলার হাসপাতালে ভর্তি রয়েছেন। দুপুরে বাগেরহাট হাসপাতাল মর্গে নিহত শ্রমিকদের লাশের ময়না তদন্তশেষে ৬ টি লাশ পরিবারের সদস্যদের কাছে হন্তান্তর করা হয়।

অজ্ঞাত লাশের পরিচয় না মিললে লাশটি দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেয়া হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

ভবনের ছাদ ধসের পর থেকেই মংলার নৌবাহিনী, কোস্টগার্ড, বাগেরহাট-মংলার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উদ্ধার অভিযান চালায়। বৃহস্পতিবার বিকেলে উদ্ধার অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর একটি দল।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, যশোর সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মতিউর রহমান, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম, বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা সহ উর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ



নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়