শিক্ষার উন্নয়নে কাজ করছেন শেখ হাসিনা : পূর্তমন্ত্রী
মিরসরাই: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, “স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে একযোগে ৩৭ হাজার বিদ্যালয় সরকাররিকরণ করে। যা বিএনপি কখনো করতে পারেনি। শিক্ষা ব্যবস্থায় উন্নয়নের লক্ষ্যে আগামী অর্থবছর থেকে শিক্ষকদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে।”
মন্ত্রী আরও বলেন, “একমাত্র আওয়ামীলীগ সরকারই শিক্ষার উন্নয়ন করে। কিন্তু বিএনপি লুটপাটে করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। তারা শিক্ষক সমাজকে অবহেলার চোখে দেখে।”
শুক্রবার বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত মীর কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, আওয়ামী লীগ সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানশেষে বিভিন্ন বিদ্যালয়ে পিয়ানো ও ল্যাপটপ বিতরণ করা হয়। এছাড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক গোপালপুর স্কুলের প্রধান শিক্ষক নুরুল করিম, শ্রেষ্ঠ শিক্ষক সরকারহাট স্কুলের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, সেরা বিদ্যালয় মধ্য তালবাড়িয়ার মঞ্জুর কাদের চৌধুরী ও এসএমসি সভাপতি মুরাদপুর ফাতেমা পল্লী স্কুলের শহীদুল আলম মঞ্জুকে সংবর্ধনা দেওয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম