News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৩, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৫, ১৮ জানুয়ারি ২০২০

দিনাজপুরে জামায়াত-শিবিরের গ্রেফতার ৮

দিনাজপুরে জামায়াত-শিবিরের গ্রেফতার ৮




দিনাজপুর:  দিনাজপুর ডিবি পুলিশ ৪টি ককটেল ও জিহাদী বইসহ ৭ জন শিবির নেতা ও ১ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে। এ সময় তাদের ব্যবহৃত ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

দিনাজপুরের ডিবি পুলিশের ওসি রেদওয়ানুর রহিম জানান, "আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার ঠাকুরাইন বাজারে গোপন বৈঠক করে ৩টি মোটরসাইকেলে ৮ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী ফিরছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ভ্রাম্যমান আদালতকে সঙ্গে নিয়ে পুলহাট মালিগ্রাম লিংক রোডে তাদের গতিরোধ করে গ্রেফতার করে।

ডিবি পুলিশের হাতে আটক ৮ জনের মধ্যে ৭ জন ছাত্রশিবিরের নেতা রয়েছেন। এর মধ্যে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪ জন এবং ৩ জন দিনাজপুর সরকারী কলেজ, কেবিএম কলেজ ও সঙ্গীত ডিগ্রী কলেজের শিবির নেতা।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার নাগাইহাট গ্রামের শামসুর রহমান প্রধানের পুত্র মোস্তাফিজুর রহমান(২৩), কুড়িগ্রাম জেলার সদর উপজেলার গৌড়েরখামার গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র নুরুল হুদা (২৩), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার হাটপাড়া গ্রামের জোবায়েদুল হকের পুত্র মোঃ নাসির উদ্দীন (২৫), নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মাঝপাড়ার আকবর আলীর পুত্র মোঃ আবুল কালাম (২০), দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামের মোঃ হাবিবুর রহমানের পুত্র মোঃ ফজলে রাব্বী (২৫), বিরল উপজেলার বড়তিলাইন গ্রামের মনসুর আলীর পুত্র মোঃ একরামুল হক (২৫) এবং একই উপজেলার বালান্দর গ্রামের কাদের নেওয়াজের পুত্র মোঃ শামসুজ্জামান (২৮)।

এসময় ডিবি পুলিশ দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী কর্ণাই গ্রামের আব্দুস সালামের পুত্র মোঃ আবুল কাশেম (২৩)কে  গ্রেফতার করে।
 
এ ব্যাপারে ডিবি’র এসআই বজলুর রশিদ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়