News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৩, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৫, ১৮ জানুয়ারি ২০২০

২০১৮ সালের মধ্যে দেশ দারিদ্রমুক্ত হবে : অর্থমন্ত্রী

২০১৮ সালের মধ্যে দেশ দারিদ্রমুক্ত হবে : অর্থমন্ত্রী

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশ্বাস করেন, রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২০১৮ সালের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত হবে। তবে এজন্য একই সঙ্গে উন্নয়নের ধারাবাহিকতা থাকতে হবে।

আজ শুক্রবার বসুন্ধরা কনভেনশন সেন্টারের সিটি হল-১ এ রোটারি ইন্টারন্যাশনালের দু’দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি আরো জানান, দেশের দরিদ্র জনগোষ্ঠী চার বছরের মধ্যে এ অবস্থায় থাকবে না।

তিনি আরো বলেন, ১৯৯১ সালে এদেশের ৫০ ভাগ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করত। আজকে সেই অবস্থা কাটিয়ে উঠে দেশ এগিয়ে গেছে।

অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সরকারের পাশাপাশি রোটারিসহ মানবতাবাদী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, সারাদেশ থেকে রোটারি সদস্যদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করেছে রোটারি ইন্টারন্যাশনাল। এ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, রোটারি ইন্টারন্যাশনালের প্রতিনিধি চিং চ্যাং টাইগার কু, রোটারি বাংলাদেশের গভর্নর সাফিনা রহমান প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়