করোনায় পপুলার গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার মিলন। উনি পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমানের সহধমির্নী।
বুধবার বিকেলে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
করোনা আক্রান্ত হয়ে পপুলার হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তাহেরা। পরে হার্ট অ্যাটাক হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৮৬৫ জন এবং মোট মৃতের সংখ্যা ১ হাজার ১২ জন।
নিউজবাংলাদেশ.কম/এফএ