News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:১২, ১১ জুন ২০২০
আপডেট: ১৮:৫৭, ১১ জুন ২০২০

টাঙ্গাইলের ভূঞাপুরে মাস্ক না পরায় ১৪ জনকে জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে মাস্ক না পরায় ১৪ জনকে জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি আদেশ অমান্য করে মুখে মাস্ক না পরে হাট-বাজারে ঘোরাফেরা করায় ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার বিকেলে ভূঞাপুর থানা মোড় ও ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪ জনকে বিভিন্ন অঙ্কে ১৩৫০ টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন সাংবাদিকদের বলেন, সরকারি নির্দেশ অমান্য করে হাট-বাজারে মুখে মাস্ক না পরে ঘোরাফেরা করায় ১৪ জনকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়েছে।

এছাড়া যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের দায়ে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়