News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৪২, ৭ জুন ২০২০
আপডেট: ০৪:২১, ৯ জুন ২০২০

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার রাতে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে কয়েকজন সংসদ সদস্যের সংক্রমণ ধরা পড়লেও কোনো মন্ত্রীর আক্রান্ত হওয়ার খবর এটাই প্রথম।
সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা বলেন, “বান্দরবান থেকে যাদের নমুনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছিল, শনিবার রাতে তাদের মধ্যে ৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। মন্ত্রী বীর বাহাদুর তাদের একজন।”
তিনি আরো বলেন, “কয়েক দিন আগে মন্ত্রী শ্বাসকষ্টে ভুগছিলেন। তার ডায়বেটিসও রয়েছে। উন্নত চিকিৎসার জন্য রোববার তাকে হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়ার কথা রয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়