News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:২১, ৬ জুন ২০২০
আপডেট: ০৪:১৮, ৯ জুন ২০২০

বগুড়ায় পিকআপ চাপায় ২ যুবক নিহত

বগুড়ায় পিকআপ চাপায় ২ যুবক নিহত

বগুড়ায় একটি পিকআপভ্যান সড়কের পাশে উল্টে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।
শনিবার সকালে সদর উপজেলার খামারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খামারকান্দি পশ্চিমপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে দর্জি শ্রমিক দেলোয়ার হোসেন (৪৫) ও একই এলাকার মৃত আফছার আলী ছেলে কৃষক দুলাল হোসেন (৪০)।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, দেলোয়ার হোসেন ও দুলাল হোসেন শনিবার সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির কাছে দ্বিতীয় বাইপাস মহাসড়কের পাশে বসে গল্প করছিলেন।
এ সময় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারালে গাড়িটি তাদের ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পিকআপ ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার ও পিকআপটি জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া চালক ও হেলপারকে খোঁজা হচ্ছে। এ ব্যাপারে সদর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়