News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:০১, ৬ জুন ২০২০
আপডেট: ০৪:২৪, ৭ জুন ২০২০

করোনায় আক্রান্ত নারায়ণগঞ্জের নারী কাউন্সিলর

করোনায় আক্রান্ত নারায়ণগঞ্জের নারী কাউন্সিলর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা বেগম করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মনোয়ারা বেগম বলেন, ‘ঈদের দিন থেকে আমার করোনার উপর্সগ শুরু হয়েছে। ডায়াবেটিস থাকায় আমি বুঝতে পারিনি। ঈদের ২ দিন পরে আমার অনেক খারাপ লাগলে  সিটি করপোরেশনের মেডিক্যাল ডক্টরকে ফোন দিলে তিনি এসে আমার নমুনা নিয়ে যায়। ৪ দিন পরে ফোন করে আমাকে করোনা পজিটিভ হওয়ার কথা জানান। তারপর থেকে আমি বাসার মধ্যেই হোম কোয়ারেন্টিনে আছি। বাসায় চিকিৎসা নিচ্ছি। আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছি।’

তিনি আরও বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থ হয়ে আবার জনসেবা করতে পারি।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়