পাবনায় বজ্রপাতে নারীসহ নিহত ৬
পাবনার বিভিন্ন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় নারীসহ ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার বিকালে বৃহস্পতিবার সন্ধ্যায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার আতাইকুলা থানার তেলিগ্রামের নূরুজ্জামান মোল্লা (১৯), সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের আ. জলিল (৫০), একই উপজেলার রাইশিমুল গ্রামের সম্রাট হোসেন (১৫), সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামের রুবিয়া খাতুন (৪০), আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর চকপাড়া প্রামের আবুল হাশেম (৩০), চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকার শরিফুল ইসলাম (২৫)। এদের মধ্যে রুবিয়া খাতুন ও সম্রাট হোসেন মারা যান শুক্রবার বিকালে আর অন্যরা মারা যান বৃহস্পতিবার সন্ধ্যায়।
সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও থানার ওসিরা বজ্রপাতে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সুজানগর উপজেলার দুলাই মডেল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহাজাহান জানান, সম্রাট শুক্রবার বিকাল ৫টার দিকে নিজ বাড়ির সামনে বজ্রপাতে মারা যান। সে দুলাই ইউনিয়নের রাইসিমুল গ্রামের শাহজাহান হোসেনের ছেলে।
সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউপি চেয়ারম্যান জরিফ আহমেদ জানান, শুক্রবার বিকেলে ধুলাউড়ি গ্রামের রুবিয়া খাতুন (৪০) নামের এক মহিলা মারা গেছেন। তিনি ওই সময়ে নিজ বাড়ির পাশে মরিচের ক্ষেতে মরিচ তুলতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি ওই গ্রামের আফসার আলী খানের স্ত্রী।
নিউজবাংলাদেশ.কম/ডি